Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ

ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ

ফতুল্লা সংবাদদাতা :
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি। অল্প সময়ের মধ্যেই ওই পানি জমা বন্ধ ও নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতা দূর করার এ উদ্যোগের তথ্য জানান। জাহিদ আহসান রাসেল বলেন, ‘খুব ভালো একটা মাঠ ছিল। কিন্তু এটার যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে (আউটার স্টেডিয়াম), সেটায় পানি উঠে যাচ্ছে। যখন মাঠটি নির্মাণ করা হয়েছে, তখন আশপাশে তেমন স্থাপনা ও ঘরবাড়ি ছিল না। স্টেডিয়াম স্থাপিত হওয়ার পর সেই স্টেডিয়ামকে সামনে রেখেই জনবসতি গড়ে ওঠে। স্থাপনাও তৈরি হতে থাকে। আশেপাশে বাড়িঘর যেহেতু উঁচুতে, তাই সব পানি এসে জমা হচ্ছে। সেই পানি বের করার মত জায়গাও ছিল না। মাঠ উঁচু করে এই জমে থাকা পানি কোথায় সরাবো, সেটাই এক কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়েছে।’ এই জমে থাকা পানি নিষ্কাশনের উপায় খুঁজতে বিসিবি বুয়েটের শরণাপন্ন হয়েছিল। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘বুয়েটের পর্যবেক্ষক দল পুরো বিষয়টি খতিয়ে দেখেছে। তারা তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনও জমা দিয়েছেন। সে সমীক্ষা প্রতিবেদন ও ডিজাইন ১০-১৫ দিন আগে জমা পড়েছে। তবে আমরা পূর্ণাঙ্গ ডিজাইন এখনও পাইনি। আংশিক রিপোর্ট পেয়েছি। আশা করছি, পুরো ডিজাইন পেলে মাঠের পানি সরানোর কাজে হাত দিতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com