নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ ভ‚মিহীন ও বাস্তুহারা কমিটির সদস্যদের মাঝে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ শহরের ভূইয়ার বাগ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সামনে শারদীয় শুভেচ্ছা উপহার স্বরুপ দেড় টন চাল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী উপহার বিতরণ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মনিরুজ্জামান মনির। নারায়ণগঞ্জ ভ‚মিহীন ও বাস্তুহারা কমিটির সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষী রানী চন্দের সঞ্চালনায় কমিটির ১৫০ জন্য সদস্যদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ভ‚মিহীন ও বাস্তুহারা কমিটির সহ সভাপতি ফনি সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা বেগম, দপ্তর সম্পাদক বিনা রানী সরকার, অর্জুন সরকার, শ্যামল সাহা, সুর্বণা পোদ্দার ও বিকাশ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।