Logo
HEL [tta_listen_btn]

আইসিটি মামলায় শেখ সুমন গ্রেফতার

আইসিটি মামলায় শেখ সুমন গ্রেফতার

বন্দর সংবাদদাতা:
বন্দরে আইসিটি আইনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বঙ্গবন্ধু সৈনিকলীগের বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শেখ সুমন (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ সুমন একই এলাকার আমির হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের গণমাধ্যমকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে শেখ সুমনকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইসিটি আইন মামলার ওয়ারেন্ট ছিল। আমরা তাকে ওই মামলায় শনিবার (১৬ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করেছি। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শেখ সুমন র্দীঘদিন ধরে বঙ্গবন্ধু সৈনিকলীগের রাজনীতি সাথে জড়িত। আওয়ামীলীগ নেতা নুরুজ্জামানের দায়েরকৃত আইসিটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com