ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সুজন ফকির (৪২) এক অটোচালককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে সজিব ফকির (২০) বাদী হয়ে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে সকাল ৮টায় ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় গলা কেটে সুজন ফকিরকে হত্যা করা হয়। মামলার বরাতে জানা যায়, নিহত সুজন ফকির ফতুল্লা থানার বিসিক অহনা নামক একটি পোষাক তৈরি কারখানায় আইরনম্যান হিসেবে কাজ করতেন। ১ অক্টোবর সে পোষাক কারখানার ছেড়ে দিয়ে ১৪ অক্টোবর বৃহস্পতিবার একটি মিশুক ক্রয় করে। শুক্রবার রাতে মিশুক গাড়ীটি স্থানীয় জামানের গ্যারেজে চার্জে রেখে বাসায় চলে আসেন। শনিবার (১৬ অক্টোবর) সকাল সাতটার দিকে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি নিহত সুজন ফকিরকে বাসা থেকে ডেকে বের করে নিয়ে একটি মিশুক গাড়ী যোগে বিসিকের দিকে রওনা হয়। যাওয়ার পথে এনায়েতনগর মুসলিম নগর নয়াবাজার ইঞ্জিনিয়ার সোহেলের অফিসের সামনে মিশুকের পিছনের সিটে বসা অজ্ঞাতনামা দুই জন পরস্পর যোগসাজসে মিশুক চালকের বাম পাশে বসা সুজন ফকিরকে ধারালো ছুরি দিয়ে গলার পেছনে ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পূর্বপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গলার পেছন দিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের পুত্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি ফুটেজ দেখে ঘাতকের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।