ফতুল্লা সংবাদদাতা:
ফতুল্লায় একটি বাড়িতে অভিনব কৌশলে চুরির ঘটনা ঘটেছে। এ সংঘবদ্ধ চোরের দল ৫০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইলসহ দামি মালামাল চুরি করে নিয়ে যায়। পুরো দৃশ্যই ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। রোববার (১৭ অক্টোবর) সকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী। সিসি ক্যামেরায় দেখা গেছে- এক নারী ছোট্ট একটি শিশুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে থাকা ১০ বছরের একটি ছেলে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে নজরদারি করছে। কিছুক্ষণ পর ১৫ বছর বয়সী একটি মেয়েকে ইশারা দিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করতে বলছে। ঐ সময় সে দ্রæত বাড়িতে ঢুকে দুটি দামি মোবাইল ও টাকা-পয়সা নিয়ে চোখের পলকে বের হয়ে অন্য সদস্যদের নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। মোবাইল দুটি ট্র্যাকিং করে উদ্ধারের চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।