Logo

৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবা শুরু

৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবা শুরু

নিজস্ব সংবাদদাতা:
আবারও সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেছে নারায়ণগঞ্জের অন্যতম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল। পূর্বের নিয়মেই সকাল ৯টা থেকে দুপুর দু’টা পর্যন্ত সব ধরণের রোগীরা সেবা পাবে প্রতিষ্ঠানটি থেকে। হাসপাতালটির তত্বাবধায়ক আবুল বাসার সোমবার (১৮ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন। তাঁর ভাষ্য মতে, ‘জরুরী বিভাগে এখন থেকে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হবে। তবে, বহির্বিভাগে অন্যান্য সকল ধরণের রোগীরা সেবা পাবেন। গত ২০২০ সালের মার্চ মাস বাংলাদেশের প্রথম রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। এরপর ওই বছরের ৩০ এপ্রিল করোনা আক্রান্ত রোগীদের শনাক্ত করতে খানপুরের ৩শ’ শয্যা হাসপাতালকে ১২০ শয্যা বিশিষ্ট করোনা হাসপালে রূপান্তিত করা হয়। পরবর্তীতে যদিও কিছু দিনের জন্য বহির্বিভাগে সাধারণ রোগী দেখা হয়েছে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে হাসপাতালটি শুধু করোনা রোগীর জন্য করা হয়। খানপুর হাসপাতালের তত্বাবধায়ক আবুল বাসার জানান, গত ৯ অক্টোবর থেকে বহির বিভাগে অন্যান্য সকল ধরণের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে। সরকারের নির্দেশ পেলে পর্যায়ক্রমে জরুরী বিভাগসহ পুরো হাসপাতালে স্বাভাবিক সেবা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com