Logo

হোমনায় সাম্প্রদায়িক স¤প্রীতি র‌্যালি

হোমনায় সাম্প্রদায়িক স¤প্রীতি র‌্যালি

হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় সা¤প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হোমনা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি র‌্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি র‌্যালিটি হোমনা থানা প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজার ও সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে থানা রোডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি পবিত্র কোরআণ শরীফ অবমাননার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান অসন্তোষ নিরসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই সমাবেশের আয়োজন করা হয়। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহীম, হোমনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়, পৌর কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরী, হোমনা বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. শামীম সরকার, হাজী মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com