সংবাদ বিজ্ঞপ্তি:
গত রোববার (২৪ অক্টোবর) আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার দোহার থানাধীন বেথুয়া গ্রামস্থ ফুলতলা বাজারের আবুলের হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও এএসপি মোঃ সম্রাট তালুকদার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ পৌণে ১০টায় নি¤œলিখিত মাদক ব্যবসায়ীদেরকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। গৌতম কুমার সাহা (৫২), পিতা- মৃত সুনীল কুমার সাহা, মাতা-রেনু বালা সাহা, সাং-বালিগাঁও, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ। টিটু চন্দ্র দে (২২), পিতা- মৃত উত্তম চন্দ্র দে, মাতা- রেখা চন্দ্র দে, সাং- রসুলপুর (৫নং ওয়ার্ড), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। মাদক ব্যবসায়ীদের নিকট হতে উদ্ধারকৃত মালামাল গাঁজা ১ কেজি, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাণল ২ টি, মাদক বিক্রয়ের নগদ ৫,৮৪০/- টাকা।বর্ণিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দোহার থানা এলাকা সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢাকা জেলার দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।