Logo

নৌকা প্রতীকের বিরুদ্ধে কোন এমপি’র কথা বলা বাঞ্ছনীয় নয় – আরাফাত

নৌকা প্রতীকের বিরুদ্ধে কোন এমপি’র কথা বলা বাঞ্ছনীয় নয় – আরাফাত

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেছেন, স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ হাসিনা বা নৌকা প্রতীকের বিরুদ্ধে কথা বলা বাঞ্ছনীয় না কোন এমপি’র। ‘গাঞ্জার নৌকা’ শব্দ কোন এমপি মুখে শোভা পায় না। মাননীয় প্রধানমন্ত্রী ভুল করলেও তিনি মেনে নিবেন, এটা বলার কোন রাইট তার নাই। তিনি আওয়ামীলীগের এমপি নন, তিনি জাতীয় পার্টির এমপি। একজন এমপি যে কোন স্থানে বক্তব্যে রাখবেই, তার অবস্থা বুঝে কথা বলা দরকার। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। এই নৌকার মাধ্যমে, নৌকা মাঝি নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা হয়ছে, হয়তো তিনি ভুলে গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেওভোগ পাক্কা রোড গার্মেন্টস গলি স্কুল মাঠে বৃহত্তর দেওভোগ বøাড ডোনার্স গ্রæপের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচী উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। বৃহত্তর দেওভোগ বøাড ডোনার্স গ্রæপের সভাপতি মোঃ নয়ন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত। বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা সেলিম হাসান দিনার, মোঃ মানিক, হাজী আলম চান, পারভেজ, বাবুল ও রাফিউদ্দিন রিয়াদ। উপস্থিত ছিলেন, বৃহত্তর দেওভোগ বøাড ডোনার্স গ্রæপের প্রচার সম্পাদক রিয়াদ, রাকিব, হাবিব, হৃদয়, জসিম উদ্দিন, শাহাদাত, তামান্না, সিনাহারা, সাদি, ইফতি, তুরাগ, চমক ও শাকিল প্রমুখ। অনুষ্ঠানে জি এম আরাফাত বলেন, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com