সংবাদ বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ১২টা ২০ মিনিটে র্যাব-১১ কর্তৃক সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের বন্ধু পরিবহন বাস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপনকালে মাদক ব্যবসায়ী ১। মোঃ আলমগীর হোসেন (৩৯), পিতা- মোঃ আয়াত আলী হোসেন, সাং- আমড়াখালী (৪ নং ওয়ার্ড), থানা- বেনাপোল বন্দর থানা, জেলা- যশোর, মোঃ আলমগীর হোসেন (৫০), পিতা- মৃত আব্দুল সাত্তার, সাং- আমড়াখালী (৪ নং ওয়ার্ড), থানা- বেনাপোল বন্দর থানা, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গত ২৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত মাদক পরিবহনের সংবাদ পাওয়ার পর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের বন্ধু পরিবহন বাস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী বিভিন্ন ট্রাক/কাভার্ডভ্যান সমূহতে তল্লাশী করতে থাকে। একপর্যায়ে রাত ১২ টা ২০ মিনিটে ঢাকাগামী একটি সন্দিগ্ধ কাভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট ২৪-৩০৬৩) কে থামার জন্য সংকেত দিলে ড্রাইভার এবং হেলপার রাস্তার মধ্যে ট্রাক থামিয়ে দরজা খুলে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ২ জনকে গ্রেফতার করা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে উভয়ের কথায় অসংগতি পরিলক্ষিত হয়। পরবর্তীতে আরো জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করছে বলে স্বীকার করে। তল্লাশী করে কাভার্ডভ্যানের ড্রাইভারের সিটের পিছনে ১টি প্লাস্টিকের বস্তায় এবং সামনে ড্যাসবোর্ডের নীচে গোপন কুঠুরীতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ১৮৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিনব কায়দায় মাদক পরিবহন ও ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানা যায়। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।