আড়াইহাজার সংবাদদাতা :
আড়াইহাজারে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি যুব র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি যুব প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে যুব ঋণের চেক, প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মো. জিকরুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া,আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালিব মোল্লা, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।