Logo
HEL [tta_listen_btn]

২৬ মন্ডপে কালীপূজা আজ

২৬ মন্ডপে কালীপূজা আজ

ফতুল্লা সংবাদদাতা
আজ বৃহস্পতিবার ৪ নভেম্বর ফতুল্লা থানা এলাকায় ২৬টি পূজা মন্ডপে শ্যামা-কালীপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে সারারাত ব্যাপী ভক্তদের পূজা অঞ্জলী ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দীপাবলি উৎসব পালিত হবে। ফতুল্লা এলাকার বিভিন্ন পূজা মন্দিরগুলো হচ্ছে- মাসদাইর মহাশশ্মান মন্দির, দেওভোগ রাধাকৃষ্ণ মন্দির, শীষমহল কৃষ্ণকলি মন্দির, লালপুর বটতলা কালী মন্দির, দাপা ঋষিবাড়ী কালী মন্দির, ফতুল্লার দাপা চন্দ্রবাড়ী কালী মন্দির, পাগলা জেলেপাড়া কালী মন্দির, পাগলনাথ মন্দির, ফতুল্লা মেঘনাঘাট কালী মন্দির, কাশীপুর কালী মন্দির, নয়ামাটি কালী মন্দিরসহ ২৬টি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সন্ধ্যায় শ্যামা-কালীপূজা উপলক্ষে দাপা চন্দ্রবাড়ী কালী মন্দিরে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণ্জিত মন্ডল। প্রধান বক্তা হিসেবে থাকবেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রদীপ দাস ও সভাপতিত্ব করবেন দাপা চন্দ্রবাড়ী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক চন্দ্র রায় সহ আরো অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কয়েকশত ভক্তের সমাগম ঘটবে বলে মন্দির কমিটির পরিচালকবৃন্দ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com