হোমনা সংবাদদাতা
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে কুমিল্লার হোমনায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) উপজেলা সদরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, শ্রেষ্ঠ সমবায়সীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে স¦াগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) মিজানুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।