নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের পরিবহন মালিকদের সাথে আলোচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫ টাকা করে ভাড়া নির্ধারণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে পরিবহন মালিকদের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. রহিমা আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সভা শেষে এই ভাড়া নির্ধারণ করা হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. রহিমা আক্তার বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলো আগে ৩৬ টাকা ভাড়া আদায় করতো। কিন্তু জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলে কয়েকটি পরিবহন ৫০ টাকা করে ভাড়ায় আদায় করছিল। আজ সভা করে ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর বেশি কেউ ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে, গত বুধবার (৩ নভেম্বর) রাত ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে জনপ্রতি ভাড়া বাড়িয়েছিল ১৪ টাকা। যাতে নারাজ ছিলো নারায়ণগঞ্জবাসী। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদও করা হয়েছিল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।