Logo

ভোটকেন্দ্রে ছাত্রলীগ সভাপতি রিয়াদ অবরুদ্ধ

ভোটকেন্দ্রে ছাত্রলীগ সভাপতি রিয়াদ অবরুদ্ধ

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও তার কর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রিয়াদ বিপুল সংখক কর্মী ও লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। ওই সময়ে তারা মেম্বার প্রার্থী শাহজাহান মাতবরের পক্ষে ¯েøাগান দেন এবং কেন্দ্রে প্রভাব বিস্তার করে দখলের চেষ্টা করলে প্রতিপক্ষ প্রতিদ্ব›দ্বী মেম্বার প্রার্থী জাকারিয়ার সমর্থকরা তাদের অবরুদ্ধ করে রাখে। অপরদিকে এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ¯েøাগান দিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে করতে চাইলে পুলিশ গিয়ে বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। তখন রিয়াদকে ছেড়ে দেওয়া হয়। ওই সময়ে কেন্দ্রের বাইরে ‘রিয়াদ ভোট চোর’ বলেও ¯েøাগান দিতে থাকে। পরে বেলা ১টায় সেখানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। মেম্বার প্রার্থী জাকারিয়া জাকির অভিযোগ, রিয়াদ লোকজন নিয়ে তার প্রতিদ্বন্দী শাহজাহান মাতবরের পক্ষ নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে লোকজন ধাওয়া করলে রিয়াদ একটি কক্ষে আশ্রয় নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com