সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে পৌর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় সোনারগাঁ পৌরসভা এলাকার আদমপুর বাজারে এই কার্যালয় উদ্বোধন করা হয়। সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, এফবিসিসি আই এর সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক ও উপজেলা চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ আহŸায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বাতেন মোল্লা, মফিজুল ইসলাম খাঁন, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা খোকন, সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।