Logo

মাসদাইরে গার্মেন্টকর্মীকে গণধর্ষণ

মাসদাইরে গার্মেন্টকর্মীকে গণধর্ষণ

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় এক গার্মেন্টকর্মী (১৯) কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দানিয়াল (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দানিয়াল বাড়ৈভোগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। ভুক্তভোগী তরুণী জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে গার্মেন্টসের ছুটি শেষে বাসায় ফেরার পথে বাড়ৈভোগ বালুর মাঠ দিয়ে তার এক সহকর্মীকে নিয়ে পায়ে হেটে বাসায় আসার পথে গ্রেফতারকৃত দানিয়ালসহ অপর যুবক তাদের দুজনকে আটক করে তাদের সম্পর্কের বিষয়ে জানতে চেয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তাদেরকে দানিয়ালের অটোরিক্সার গ্যারেজে নিয়ে যায়। সেখানে গিয়ে সহকর্মীকে ভয়-ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে তরুণীর মোবাইল ফোন দিয়ে তার বাবাকে ফোন করে টাকা চাওয়া হয়। তাদের চাহিদা পূরণে তরুণীর বাবা অভিযুক্তদের হাতে ছয় হাজার টাকা তুলে দেয়। টাকা পাওয়ার পরও তারা তাকে মুক্তি না দিয়ে আটকে রেখে রাতভর একাধিকবার ধর্ষণ করে ভোর রাতের দিকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com