নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ শহরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ও তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৫ নভেম্বর) শহরের দ্বিগুবাবুর বাজার ও চাষাঢ়া পুরান আর্মি মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার দ্বিগুবাবু বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য পরির্দশন করা হয়। দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কামাল এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ধারায় ২ হাজার টাকা ও মের্সাস রাবেয়া স্টোরকে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাষাঢ়া এলাকায় পুরান আর্মি মার্কেটে অবস্থিত মিলিনিয়াম পিৎজাকে মেয়াদ উত্তীর্ণপাউরুটি এবং দধি এর গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না থাকার অপরাধে ৩৭ ধারায় ১০ হাজার টাকা এবং ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।