সোনারগাঁ সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলছেন, আমি তিনটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী দিয়েছি তারা তিনজন সমাজের গ্রহণযোগ্য ভালো এবং সৎ লোক, তাদের আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ ভোট আপনার পবিত্র আমানত এই পবিত্র ভোট একজন ভালো মানুষকে দিয়ে আমার উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) মদনপুর সাইরা গার্ডেনে সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুল ভূঁইয়া মাকসুদের সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ২৮ তারিখ সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন ভোটের দিন সিল মারবেন কেন্দ্র দখল করে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করবেন। ঐ চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সোনারগাঁয়ের প্রশাসন তা হতে দিবে না। তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসবেন।
তিনি আরো বলেন, আমি তিনটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী দিয়েছি তারা তিনজন সমাজের গ্রহণযোগ্য ভালো এবং সৎ লোক তাদের আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ ভোট আপনার পবিত্র আমানত এই পবিত্র ভোট একজন ভালো মানুষকে দিয়ে আমার উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করবে। আগামী ২৮ তারিখ আপনারা আশরাফুল ভূঁইয়া মাকসুদকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, জাতীয় পার্টির প্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদ, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুম, মহানগর জাতীয় পার্টির আহবায়ক রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য সচিব ও কাউন্সিলর আফজাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু, আবু তালেব চৌধুরী জিসান, হাজী শ্যামল শিকদার, জাতীয় যুবসংহতি জেলা আহবায়ক বাবু রিপন ভাওয়াল, সদস্য সচিব ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আলী জাহান মেম্বার প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।