Logo
HEL [tta_listen_btn]

২য় বিভাগ ক্রিকেট লীগ মহসিন ক্লাবের পরাজয়

২য় বিভাগ ক্রিকেট লীগ মহসিন ক্লাবের পরাজয়

নিজস্ব সংবাদদাতা
লীগ শেষের দিকে। উত্তেজনাও চরমে। কে চ্যাম্পিয়ণ হবে কে রেলিগেশনে যাবে। এমন সমীকরণে আজকের ম্যাচটির গুরুত্ব ছিল মহসিন ক্লাবের জন্য। জিতলে পরবর্তী খেলার ফলাফলে শিরোপা পাওয়া না পাওয়ার হিসেব। কিন্তু মহসিন ক্লাব হারলো গোটা ছয় ক্যাচ ফেলে। ৩ উইকেটে জয় পেল পাইকপাড়া ক্রিকেট একাডেমী। সকালে টস জিতে পাইকপাড়ার অধিনায়ক সাদ্দাম প্রথমে ব্যাট করতে পাঠায় মহসিন ক্লাবকে। ৩৬.১ ওভারে মহসিন ক্লাব সব উইকেট হারিয়ে রান তোলে ১৪৫। ওপেনার সুলতান বিন আলী ৩৬ বলে ৭ চারে করেন ৪০ রান। রনি ২ চারে ২৯,সুমন ১ ছয়ে ১৬,উইকেট কিপার জুয়েল ১ চারে ফিরেন ১৬ রানে। পেসার তৌহিদ করেন ২ চারে ১০ রান। অধিনায়ক সাদ্দাম ১৯ রানে তুলে নেন ৪ উইকেট। নিয়মিত অধিনায়ক অর্জুন কুমার ২৫ রানে পান ৩ উইকেট। ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাইকপাড়া ক্রিকেট একাডেমী জয় পেয়েছে মূলত মহসিন ক্লাবের ফিল্ডারদের চরম ব্যর্থতায়। বাজে ফিল্ডিং দিয়ে ম্যাচ জেতা যায় না তা হারে হারে টের পেয়েছে মহসিন ক্লাব। ছয় ক্যাচ ফেলেছে তাদের ফিল্ডাররা। ইয়াসিনের অপরাজিত ইনিংসে পার পেয়ে যায় পাইকপাড়া। ২ চারে ইয়াসিন করেন ৩৯ রান। নাইম ৩ চারে আউট হন ২৩ রানে। ফাহিম ১ চারে ১৮ এবং তাফসির ২ চারে করেন ১৪ রান। অতিরিক্ত রানও কম নয় ২৪। মহসিন ক্লাবের রিপন মিয়া ৩১ রানে ৩টি এবং তানিম ৩২ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ মহসিন ক্লাব-১৪৫/১০(৩৬.১ ওভার) সুলতান বিন আলী-৪০,রনি-২৯,সুমন-১৬,জুয়েল-১৬,তৌহিদ-১০। অতিরিক্ত-১৯। সাদ্দাম-৪/১৯,অর্জুন-৩/২৫।
পাইকপাড়া ক্রিকেট একাডেমী-১৫১/৭(৩৯.৩ ওভার) ইয়াসিন-৩৯,নাইম-২৩,ফাহিম-১৮,তাফসির-১৪। অতিরিক্ত-২৪। রিপন-৩/৩১,তানিম-২/৩২।
আজকের খেলা ঃ সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ও ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী।গদ সকাল-৯.০০ টা। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com