Logo

নিখোঁজ হওয়া তিন বোন  যশোরে বাবার কাছে সনাক্ত

নিখোঁজ হওয়া তিন বোন  যশোরে বাবার কাছে সনাক্ত

সংবাদ বিজ্ঞপ্তি
গত বৃহস্পতিবার(১৮ নভেম্বর) রাজধানীর আদাবর এলাকার একটি বাসা হতে ২ জন এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন রোকেয়া(১৮), জয়নব আরা(১৭) এবং খাদিজা আরা(১৬) নিখোঁজ হয়েছে। এ বিষয়ে ভিকটিমদের খালা সাজেদা নওরীন ১৮ নভেম্বর রাতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাজেদা নওরীন ধারণা করেন, তার তিন ভাগ্নি টিকটকে আশক্ত ছিল বিধায় কারও প্ররোচণায় বাসা হতে বের হয়ে যেতে পারে। বিষয়টি র‌্যাব-২ জানতে পারে এবং গণমাধ্যমেও ব্যাপক ভাবে প্রচারিত হয়। উক্ত ঘটনা প্রেক্ষিতে র‌্যাব-২ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব জানতে পারে, ভিকটিমদের অবস্থান যশোরে এবং বিষয়টি অনেক উদ্ধেগজনক হওয়ায় র‌্যাব-২এর তদন্ত কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে বেগবান করা হয়। অতি অল্প সময়ের মধ্যেই র‌্যাব-২ জানতে পারে ভিকটিমগন সকলেই তার পৈত্রিক নিবাস যশোর এ বাবার সাথে অবস্থান করছেন। র‌্যাব-২ কর্তৃক ভিকটিমদের সাথে মোবাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে সকাল ১১টা ২৭ মিনিটে ভিডিও কল করে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য যে, ২০১৩ সালে ভিকটিমদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হতে ভিকটিমরা তার খালার সাথে বসবাস করছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উলেক্ষ্য যে, বর্তমানে তিন বোন যশোরে তাদের বাবার বাড়িতে দাদির হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com