Logo

কিল্লারপুলে ছুরিকাঘাতে শ্রমিক খুন

কিল্লারপুলে ছুরিকাঘাতে শ্রমিক খুন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে মাদকব্যবসায়ীর ছুরিকাঘাতে মোহাম্মদ সানজিদ (১৮) নামের এক এসিআই ফার্মাসিউটিক্যালসের শ্রমিক খুন হয়েছে। নিহত সানজিদ দেওয়ান শহরের তল্লা ছোট মসজিদ এলাকার রিপন দেওয়ানের ছেলে। সে পেশায় একজন পোশাক শ্রমিক।সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মর্গ থেকে লাশ নিয়ে তল্লা এলাকায় আনার পরে কান্নার রোল পড়ে যায়। এর আগে রোববার রাত সাড়ে ৯ টার দিকে মাদক ব্যবসায়ীরা সানজিদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতসানজিদের মামা রিপন মিয়া জানান, তার ভাগিনা সানজিদ ও বিকাশ নামে দুইজন ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন একটি মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বাঁশ আনতে গেলে ওই এলাকার মাদকব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাই তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে, একপর্যায়ে তারা তাদেরকে ছুরিকাঘাত করে।
খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে সানজিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেকর্তব্যগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাবাসির সূত্রে জানা যায়, কিল্লারপুল এলাকার চিহ্নিত অপরাধী আদম, কদম ও তাদের বড় ভাই আরিফ। আরিফ বর্তমানে হত্যা মামলায় কারাবাসে রয়েছে । কদমও কিছুদিন আগে কারাগার থেকে হত্যা মামলার জামিন নিয়ে বাহির হয়েছে। এরা এলাকায় মাদকব্যবসার সাথে জড়িত। মাজার গলির ভিতরে তারা মাদকের স্পট গড়ে মাদক ব্যবসা চালাত। পুলিশে টহল না থাকায় নির্বিঘেœ মাদকব্যবসা চালিয়ে আসছে।এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে আমি নিজে ঘটনার স্থান পরিদর্শন করি এবং আহত বিকাশের সাথে কথা বলেছি। দ্রæত আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com