Logo
HEL [tta_listen_btn]

প্রিপ্রেইড মিটার স্থাপনে বাধা

প্রিপ্রেইড মিটার স্থাপনে বাধা

বন্দর সংবাদদাতা:
বন্দরে পল্লী বিদ্যুতের প্রিপ্রেইড মিটার স্থাপন কাজে বাধা প্রদান করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৩ নভেম্বর)সকাল ১০টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই সময় বিক্ষুদ্ধ পল্লী বিদ্যুতের গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনদের উপর মারমুখি আচরণ করে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিষয়টি বন্দর উপজেলা নির্বাহী কর্মকতা বিএম কুদরত এ খুদাকে অবগত করে। সংবাদ পেয়ে বন্দরের ইউএনও ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রæত ঘটনাস্থলে আসলে ওই সময় বাধা প্রদানকারি শাহাজাদাসহ অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বন্দর থানা পুলিশ পাহাড়ায় ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ী ঘাটের প্রতিটি ঘরে ঘরে প্রিপ্রেইড মিটার স্থাপন করে। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা জানান, মদনগঞ্জের সৈয়ালবাড়ি এলাকায় অনেক আগে থেকেই প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করছিল পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে এতদিন সম্ভব হয়নি। সোমবার পুনরায় সেখানে প্রিপেইড মিটার স্থাপন করতে যায় কর্মীরা। এবারও এলাকাবাসীর প্রতিরোধের মুখে ফিরে আসেন। মঙ্গলবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিদ্যুতের প্রিপেইড স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com