Logo

আড়াইহাজারে বিএনপি নেতৃবৃন্দের নামে ছাত্রলীগ নেতার মামলা, গ্রেফতার ৩

আড়াইহাজারে বিএনপি নেতৃবৃন্দের নামে ছাত্রলীগ নেতার মামলা, গ্রেফতার ৩

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র অন্যতম অঙ্গসংগঠনজাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) আড়াইহাজার সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শাওন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পারভীন আক্তারের স্বামী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও সাবেক বি আরডিবি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। ৪০-৪৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে রাতে অনু’র এক ভাইসহ পুলিশ তিনজনকে আটক করে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর বিকাল ৪টার দিকে স্থানীয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় আনোয়ার হোসেন অনু’র ছোট ভাই রফিকুল ইসলামসহ অজ্ঞাত আরো ৪-৫জন মিলে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা শাওনকে মারধর করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা খুনের হুমকী দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী তাকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করেন। পরে তারা ঘটনার নিন্দার দাবীতে ২০-৩০জন নেতাকর্মী রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বরের দিকে রওনা হয়। বাদী এজাহারে আরো উল্লেখ্য করেন, আনোয়ার হোসেন অনু’র বাড়ির সামনের রাস্তা অতিক্রম করার সময় গতিরোধ করে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। এক পযার্য়ে ককটেল বিস্ফোরণসহ দা, রামদা, চাপাতি ও নিয়ে লোহার রড হামলা চালায়। এতে অন্তত ১৫জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা প্রদানসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন অনু বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পাশপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। আমার ছোট ভাই রফিকুল ইসলাম ২৮ নভেম্বর সাড়ে ৩টার দিকে ৭ লাখ টাকা দিয়ে আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত সোঁনালী ব্যাংকে পাঠাই। ব্যাংকের সামনের রাস্তায় পৌঁছালে ইমতিয়াজ আহামেদ শাওনসহ অজ্ঞাত আরো ৪-৫ জন হোন্ডা নিয়ে তার গতিরোধ করে। পরে শাওন রফিকুলের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি দিয়ে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথার তালুতে আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় বিকালেই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে ফের রাতে তার বাড়িঘর ও তার মালিকাধীন আর্শিক সুপার মার্কেটে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় প্রতিরোধ করা হলে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ অন্তত ১০জন আহত হয়েছেন। খবর আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের নিভৃত করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, শাওনের পক্ষ থেকে একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় অন্যকোন পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com