নিজস্ব সংবাদদাতা
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, মেয়র আইভীর উন্নয়ন প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ। উন্নয়নের কথা যতটুকু আমরা তাদের প্রচার প্রচারণায় পাই, ততটুকু বাস্তবে দেখিনা। আজকে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা সৃষ্টি হলো, সেটাই প্রমাণ করে উন্নয়নের নামে যা প্রচার প্রচারণা হয়, সেটা সত্য না। গুড়ি গুড়ি বৃষ্টিপাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের পুরো শহরের মূল রাস্তা ডুবে যাওয়া নিয়ে সোমবার (৬ ডিসেম্বর) এ কথা বলেন বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী এটিএম কামাল। তাঁর ভাষ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাঙ্খিত যেই উন্নয়নের প্রত্যাশা নগরবাসীর ছিল, সেটা বাস্তবে রূপ নেয়নি। সেই ২০০৩ সাল থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী নেতৃত্ব দিচ্ছেন এই শহরের। সিটি কর্পোরেশন হওয়ার পর টানা দু’বার মেয়র নির্বাচিত হয়েছেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বার অংশ নিচ্ছেন এই নারী। তিনি ও তার সমর্থকরা বিভিন্ন সময় দাবি করেন, এই নগরীতে ব্যাপাক উন্নয়ন করেছেন। এ ব্যাপার নিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে উন্নয়ন এটার প্রমাণ সামান্য একটু বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। যত গর্জে তত বর্ষে না সেটাই হলো ব্যাপার। উন্নয়নের কথা যতটুকু আমরা তাদের প্রচার প্রচারণায় পাই আজকে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতার সৃষ্টি হলো, সেটাই প্রমাণ করে- যে উন্নয়নের নামে যা প্রচার প্রচারণা হয়, সেটা সত্য না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাঙ্খিত যেই উন্নয়নের প্রত্যাশা নগরবাসীর ছিল, সেটা বাস্তবে রূপ নেয়নি।
ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের যে প্রার্থী নৌকার প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করেছে সে প্রসঙ্গে এটিএম কামাল বলেন, ওই তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ার পরে অনেকেই হাসি তামাশা করেছে, তবে সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে সাধারণ মানুষের ক্ষোভের বহি:প্রকাশ ঘটে। সে একজন মানুষ তৃতীয় লিঙ্গ বলে তাকে ছোট করছি না। সম্মান দিচ্ছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।