ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় প্রতারক ও জালিয়াতি চক্রের ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- সামেদ আলী, তার দুই ছলে সজিব ও রাজীব। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে বক্তাবলী থেকে তাদের গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত প্রতারকগণ ঢাকা মেডিকেলের সার্টিফিকেট এবং বর্হিবিভাগের রোগীর টিকিট জাল করে জনৈক ব্যক্তিগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জাল-জালিয়াতিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এছাড়াও ইতিপূর্বে দীর্ঘদিন ধরে ৮/১০টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল। যার প্রত্যেকটি মিথ্যা মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিবাদীগণ বাদীপক্ষের বিরুদ্ধে বিভিন্ন জাল-জালিয়াতি মূলক মিথ্যা মামলা থেকে বাঁচার অভিপ্রায়ে বিজ্ঞ আদালতে শরনাপন্ন হয়ে একটি সিআর মামলা দায়ের করেন। মামলার শুনানীতে আসামীগণ হাজির না হলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারী করেন। গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।