Logo

মতবিনিময়সভায় মেয়র আইভী  প্রকৃতিই মানুষকে রক্ষা করবে

মতবিনিময়সভায় মেয়র আইভী  প্রকৃতিই মানুষকে রক্ষা করবে

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষা করতে হবে। প্রকৃতিই মানুষকে রক্ষা করবে।তিনি বলেন, নারায়ণগঞ্জে যেভাবে কাজ করেছি আপনাদের চাহিদা মোতাবেক। এই শহরের মানুষ যা চেয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এই শহরে একচিমটি জায়গাও ছিলো না যেখানে দাঁড়িয়েআমরা কথা বলতে পারি। আমরা নারায়ণগঞ্জকে পূর্বের রূপ ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু চেষ্টা করতে তো আপত্তি নেই। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় নগরভবনের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের সহযোগিতায় মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এই সভার আয়োজনে ‘কেমন হবে নারায়ণগঞ্জ শহর’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রথম আপনাদের কাছে ভিশন নিয়ে আসে। তারপর থেকে আমরাও বিভিন্ন ধরনের ভিশন নিয়ে এসেছি। পৌরসভা যখন ছিল তখন থেকে ২০২১ সাল পর্যন্ত আমরা একটা ভিশন হাতে নেই। পরবর্তীতে তা ২০৪১ এ চলে গেছে। আমরা আশা করি যে, প্রকল্পগুলো আজ আলোচনা হচ্ছে তা ২০৪১ এর মধ্যে শেষ করতে পারবো। ব্রিটিশ আমল থেকে আমাদের বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল একসঙ্গে। এই তিনটার ঐতিহ্য আমরা সেভাবে ধরে রাখতে পারিনি, বিশৃঙ্খল অবস্থা। এটা ধরে রাখার জন্য সরকার ১৪টি ‘মাল্টিমিডিয়া হাব’ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জ একটা হবে। আরেকটা সুখবর হলো, কী ধরনের ট্রান্সপোর্ট নারায়ণগঞ্জে থাকলে সুবিধা সেটা নিয়েও মাস্টার প্ল্যান হচ্ছে এবং ঢাকা বিটিসি এ নিয়ে কাজ করছে। খুব তাড়াতাড়ি তারা নারায়ণগঞ্জে সশরীরে কাজ করবে। প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপনের বিষয়ে প্রকল্প মন্ত্রণালয়ে আবেদন জমা পড়েছে বলে জানান সিটি মেয়র। তিনি বিশ্বব্যাংকের কর্মকর্তাদের কিছু ‘ওয়াটার ট্রিটমেন্ট বেস’ করে দেওয়ার অনুরোধ জানান। একই সাথে শীতলক্ষ্যা নদীকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তিনি বলেন, সিটি কর্পোরেশন ড্রেনের পানি ইটিপি প্ল্যান্ট দ্বারা পরিশোধিত করে নদীতে ফেলার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। কর্মশালায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আসগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, সহকারী প্রকৌশলী মশিউর রহমান, সিটি কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শাওন অংকন, হোসনে আরা বেগম, কবির হোসাইন, ইকবাল হোসেন, গোলাম নবী মুরাদ, মনোয়ারা বেগম, সামসুজ্জোহা, আরিফুল হক হাসানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com