নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার (১০ ডিসেম্বর) নাসিক ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় এলাকার স্থানীয় সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে গণসংযোগে অংশ নিলে রূপ নেয় গণজোয়ারে। গণসংযোগটি মাসদাইর তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গলাচিপা, আমলাপাড়া, চাষাঢ়া, কলেজ রোড, জামতলা ঈদগাহ হয়ে পুণরায় তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিটি এলাকায় খোরশেদকে দেখা মাত্রই তরুণ যুবক নারী পুরুষরা ছুটে আসেন। গণসংযোগে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া প্রমুখ। গণসংযোগ শেষে এড. তৈমূর আলম খন্দকার বলেন, এই শহরবাসীর প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। যেকোনো পরিস্থিতিতে নিষ্ঠার সাথে আমরা এই দায়িত্ব পালন করবো। আপনাদের কাছে আহবান, আপনারা অতীতে যেভাবে আমাদের সাথে ছিলেন ঠিক একইভাবে এবারও আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে নিয়ে এবারও আমরা এগিয়ে যাবো। কাউন্সিলর খোরশেদ বলেন, আমি সবাইকে সালাম পৌঁছে দিয়ে জানাতে এসেছি আমি তাদের পাশে আছি। তারা আমাকে নির্বাচিত করলেও আছি না করলেও আছি। মানুষের জন্য কাজ করতে পারাটাই আমাদের সুখের উৎস। আমি যদি বিগত দিনে আমার ওয়ার্ডবাসীর জন্য কাজ করে থাকি, তারা যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে তারা যেন আমাকে আবারো নির্বাচিত করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।