Logo
HEL [tta_listen_btn]

খেলাফত মজলিসের মানববন্ধনে মামুন  সার্চ কমিটি নিয়ে পাঁয়তারা চলছে

খেলাফত মজলিসের মানববন্ধনে মামুন  সার্চ কমিটি নিয়ে পাঁয়তারা চলছে

শহর সংবাদদাতা
তেল, গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিসের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ ফেব্রæয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। এসময় মামুন বলেন, এভাবে তেল ও গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক। আজকে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। আজকে হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য আমরা পাচ্ছি। সেই পাচার করা টাকা এনে মানুষকে বাঁচান। ক্ষুধার জ্বালায় যেখানে মানুষ ঘুমাতে পারে না সে দেশে গণতন্ত্র ও উন্নয়নের কোন দাম নেই। তিনি আরো বলেন, সার্চ কমিটি নিয়ে নতুন পাঁয়তারা চলছে। তবে গতবারের মত কোন নির্বাচন এ দেশের মানুষ আর মেনে নেবে না। মানুষের দুঃখে কষ্টে মাঠে নেমে আসুন। আমরা অবশ্যই কার্যকর আন্দোলন গড়ে তুলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com