সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারি) যাত্রাবাড়ি থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানার ২টি পৃথক সাজা ওয়ারেন্টের পলাতক আসামী ওমায়ের আহম্মেদ সুমন (২৯), পিতা-আবু ইউসুফ ভূইয়া, প্রোপাইটর স্বপ্ন ছোয়া ইলেকট্রনিক্স শোরুম, প্রভাকরদী, সাং-আতাদী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। আসামী সুমন একজন প্রতারক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৯ সাল থেকে পলাতক অবস্থায় ছিল। বর্ণিত আসামীর নামে আড়াইহাজার থানায় পৃথক ২টি এনআই এক্টের মামলা রয়েছে, একটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ লাখ ৯১ হাজার টাকা এবং অপরটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।