Logo
HEL [tta_listen_btn]

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন লায়ন বাবুল

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন লায়ন বাবুল

সোনারগাঁ সংবাদদাতা
প্রধানমন্ত্রীকেও বারদী আসতে হলে আমার অনুমতি লাগবে মন্তব্য করে ব্যাপক সমালোচিত সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুব রহমান বাবুল মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রæয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি। বাবুল বলেন, ১২ ফেব্রæয়ারি রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে মানবতার মা গনতন্ত্রের মানসকন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসাবধানতা বশত ত্রæটিপূর্ণ ভাষা আমার মুখ ফসকে বেরিয়ে আসে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখতে গিয়ে ভাষাগত ত্রæটি হয়ে পড়ে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। এছাড়াও আমার বক্তব্যে জাতির পিতার আদর্শের প্রতিটি নেতাকর্মী যারা ব্যাথিত হয়েছেন সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আমি সাবধানতার সহিত বক্তব্য বিবৃতি প্রদান করবো। দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য থেকে আমি বিরত থাকব। তিনি আরও বলেন, আপনারা জানেন আমার বারদী ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল আড়াইহাজারের সীমানায়। এখানে মাদক, জুয়া এবং চোর ডাকাত বেড়ে যাওয়ায় আমি আমার পরিষদের মেম্বারদের নিয়ে মিটিং করছি। বারদীর প্রতিটি ওয়ার্ডে আমি পাহাড়ার ব্যবস্থা করেছি। এরপরেও প্রতিকার না পেয়ে আমি প্রশাসন ও টিএনওকে অবহিত করেছি। তারা আমাকে আস্থা দিয়েছেন যে বারদী ইউনিয়নে চোর ডাকাত মাদক নির্মূলে সহায়তা করবে। তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই অনেক কুচক্রী মহল আমাকে হেয় করার চেষ্টা করেছিল। নির্বাচনের পরেও আমার অনেক কাজে বাধা আসছে। আমি প্রতিজ্ঞা করতে চাই, আগামী পাঁচ বছর আমি সর্বোচ্চভাবে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com