Logo
HEL [tta_listen_btn]

ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে নেছার উদ্দিন  মানুষের নাগরিক অধিকার আজ লুণ্ঠিত

ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে নেছার উদ্দিন  মানুষের নাগরিক অধিকার আজ লুণ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাষাঢ়া জামতলাস্থ হীরা কমিটিউনিটি সেন্টারে শাখা সভাপতি ডা. মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাশার খানের সঞ্চালনায় মহানগর আওতাধীন ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (প্রবাস) মাওলানা মুহাম্মাদ আল আমিন খলিফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যেমাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, এ দেশের যুব সমাজ আজ তাদের আত্মপরিচয় ভুলে যেতে বসেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদল সুবিধাভোগী ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় ইসলামী যুব আন্দোলন এ দেশের যুবসমাজকে স্বীয় আত্মপরিচয়ে জাগ্রত করে প্রকৃত জনসম্পদে রূপান্তর করার কাজ করে যাচ্ছে। দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। নাগরিক ও মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে। মানুষের নাগরিক অধিকার আজ লুণ্ঠিত। নাগরিকের স্বাধীন মতামত ব্যক্ত করার ইচ্ছা থাকলেও রাষ্ট্রযন্ত্র নামক শক্তিটি তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দিচ্ছে না। চাপিয়ে দিচ্ছে তাদের মনগড়া মতবাদ। এ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে শ্লোগান তুলতে পারে একমাত্র যুব সমাজ। আর এই যুব সমাজকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যই ইসলামী যুব আন্দোলন কাজ করে চল১ছে। যুবকরাই পারে এই সকল অত্যাচারিত ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি জাতিকে সামনে আলোর পথের সন্ধান দিতে। এদেশের ৫ কোটি যুবক রয়েছে, তাদের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে ইসলামী যুব আন্দোলন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র। এদেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান। তারপরও সরকার এদেশে মদ্যপানে বৈধতা দিয়ে আইন পাশ করে যা ইসলামী যুব আন্দোলন কখনও মেনে নিতে পারে না। ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃত্বে সরকারের পাশকৃত এ অবৈধ আইনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।  সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মাদ মিজানুর রহমান বলেন, করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ। বৈশ্বিক মহামারির কারণে কর্মসংস্থান হারিয়ে অপরাধপ্রবণ হয়ে সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো সরকার তাদের পুনর্বাসনের জন্য কোন পদক্ষেপই গ্রহণ করেনি। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা সাধ্যের সবটুক দিয়ে যুবসমাজের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি এইচ এম রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আনোয়ার হোসাইন, দফতর সম্পাদক মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক কে এম হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফুর রহমান, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ রাসেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোঃ মোস্তফা তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রমজান আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান, ইসলামী যুব আন্দোলন-বন্দর থানার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাকিব, শহর শাখার সহ-সভাপতি মাওলানা সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাহীন ইসলাম হোসাইনসহ থানা, ওয়ার্ড ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com