Logo
HEL [tta_listen_btn]

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

শহর সংবাদদাতা
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ।  সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ছয় লাখ মানুষ বেকার, দরিদ্রতার চরম সীমানায় বসবাস করছে। কিছুদিন পূর্বে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো ৬৫০ টাকা থেকে ৯৭৫ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কম থাকা সত্তে¡ও দেশে তেলের দাম বৃদ্ধি করা হলো। কিন্তু মানুষের জীবন যাত্রা ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পায়নি। দেশে শ্রমিক শ্রেণির বেতন বৃদ্ধি পায়নি। গাড়ি ভাড়া, বাসা-বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে এবং গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া পুনরায় বৃদ্ধি পাবে। এমতাবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পাগলা ঘন্টির মতো বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় জীবনের শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে দৃষ্টি রাখা উচিত। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে আমাদের তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প পথ খোলা থাকবে না। সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু তার বক্তব্যে বলেন, আমাদের দেশে যেকোন দ্রব্যের মূল্য বৃদ্ধির ঘোষণা হলেই হুরহুর করে বেড়ে যায়, ফলে মানুষের কথা বলার কোন সুযোগ থাকে না। এভাবে একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না। গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাব গণবিরোধী। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক সিটি করের সাথে ৩% অগ্রীম পানির বিল নিয়ে যাচ্ছে। এটা গ্রহণযোগ্য বলে মনে হয় না, এই বিল না নেওয়ার জন্য অনুরোধ জানাই। পাশাপাশি গ্যাস মূল্যবৃদ্ধি প্রস্তাবকারীদের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এই প্রস্তাবনা স্থগিত রাখার আহŸান জানাচ্ছি।
এসময় আরো বক্তব্য রাখেন, সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ যথাক্রমে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আহŸায়ক জনাব বদরুল হক, আবু হাসান টিপু, বিমল কান্তি দাস, মো. হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা অলি উদ্দিন ভূইয়া, মাকিদ মোস্তাকিম শিপলু, আল আমিন, হাজী মোঃ রুহুল আমিন, জাহাঙ্গীর কবির পোকন ও মো.শফিকুল ইসলাম ফয়সাল। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সেলিম হোসেন, মনির হোসেন, দেলোয়ার হোসেন, উত্তম কুমার দাস পান্ডু, মতিউর রহমান মতু, সামসুজ্জামান, হাবীবুর রহমান, অহিদুল হক, ফজলুল হক মোল্লা, আব্দুল মান্নান তালিশ, চুন্নু মিয়া, মো. আলী, হেলিম সরদার, মো.কুদ্দুস, এ.কে আজাদ, এফ. এফ ওয়ালী উদ্দিন, আ. রশিদ, কায়ুম নওয়াব, মো.হাবীব, মোজাম্মেল হক, খোকন রাজ, ইমামুল হক হিমু, হালিমা আক্তার তিথি, রিপন সরকার, পাভেল দেওয়ান, মো. ইউসুফসহ আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com