Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জের ২ বর্ষিয়ান রাজনীতিবিদ  সামসুজ্জোহা ও জালাল হাজীর মৃত্যুবার্ষিকী আজ

না’গঞ্জের ২ বর্ষিয়ান রাজনীতিবিদ  সামসুজ্জোহা ও জালাল হাজীর মৃত্যুবার্ষিকী আজ

দেশের আলো রিপোর্ট
আজ রোববার (২০ ফেব্রæয়ারি) নারায়ণগঞ্জের আলোচিত দুই বর্ষিয়ান রাজনীতিবিদের ৩৫তম মৃত্যুবার্ষিকী। তাঁরা হলেন, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সাবেক এমপি একেএম সামসুজ্জোহা ও নারায়ণগঞ্জ শহর বিএনপি’র প্রতিষ্ঠাতা আহŸায়ক, সাবেক এমপি হাজী জালাল উদ্দিন আহমেদ (জালাল হাজী)। ১৯৮৭ সালের এই দিনে তাঁরা দু’জন মাত্র আধা ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন। তাঁদের মধ্যে একেএম সামসুজ্জোহা’র দুই ছেলে একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ও একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য। এছাড়া তাঁর বড় ছেলে একেএম নাসিম ওসমান (প্রয়াত) নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য ছিলেন।  অপরদিকে হাজী জালাল উদ্দিন আহমেদ’র ছেলে এড. আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি এবং তাঁর নাতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর আবুল কাউছার আশা। জানা যায়, স্বাধীনতা পদক (মরণোত্তর) প্রাপ্ত প্রয়াত একেএম সামসুজ্জোহা একজন বর্ষিয়ান রাজনীতিবীদ ছিলেন। একাধারে তিনি ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও সাবেক গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৮৭ সালের ২০ ফেব্রæয়ারি তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে মরহুমের পরিবার এবং নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআনখানি, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতসহ দোয়া, মিলাদ ও আলোচনা সভা। অপরদিকে একই দিন ৭৬ বৎসর বয়সে ১৯৮৭ সালের ২০ ফেব্রæয়ারি মৃত্যুবরণ করেন হাজী জালাল উদ্দিন আহমেদ (জালাল হাজী)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নারায়ণগঞ্জ শহর (বর্তমানে মহানগর) কমিটির প্রতিষ্ঠাতা আহŸায়ক পরবর্তীতে সভাপতি ছিলেন এবং বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে বর্তমান নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কদমরসুল হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জানা যায়, দিনটি উপলক্ষে সকালে বন্দরের নবীগঞ্জে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com