Logo
HEL [tta_listen_btn]

সভাপতি মজিবর  সম্পাদক টিটু ইনক’র নতুন কমিটি গঠন

সভাপতি মজিবর  সম্পাদক টিটু ইনক’র নতুন কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা (ইনক) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মজিবর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা জামাল টিটু। শুক্রবার (৮ এপ্রিল) সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের কণ্ঠভোটে এই নতুন কমিটি গঠিত হয়। সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের সমবেতরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। সংগঠনের আহŸায়ক কমিটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফতার পার্টি অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এবং নতুন কমিটির নাম ঘোষণা করেন আহŸায়ক কমিটির আহবায়ক নির্মল পাল। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ ও সাবেক সভাপতি মোহাম্মদ মোহসীন। এছাড়া নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মজিবর সমাপনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্পণ কবীর।  অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, নির্মল পাল, কামরুল হাসান বাদল, মোহাম্মদ মজিবর, মোহাম্মদ মোহসীন, মনিরুজ্জামান সেলিম, নূর বাবুল ও মোস্তফা জামান টিটু।  ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পার্টিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠানের শুরুতে কোভিড-১৯ জীবাণুাক্রান্ত হয়ে প্রয়াত এই সংগঠনের সাবেক কর্মকর্তা ও উপদেষ্টা আব্দুল মতিন এবং ফজলুল হকের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নতুন কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি মোহাম্মদ মজিবর, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান সেলিম, সহ-সভাপতি (১) মো. মনসুর আলী, সহ-সভাপতি (২) মশিউর রহমান তুহিন, সহ-সভাপতি (৩) আসাদুল্লাহ চৌধুরী বাদল, সহ-সভাপতি (৪) দীপক দাস,সহ-সভাপতি (৫) মো. কামাল হোসেন টিটু, সাধারণ সম্পাদক মোস্তফা জামাল টিটু, সহ-সাধারণ সম্পাদক (১) আজাহারুল হক,সহ-সাধারণ সম্পাদক (২) সাদেকুর রহমান লিখন,সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাদির, প্রচার সম্পাদক-জহিরুল ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক জানে আলম বাবু, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী চৌধুরী আঁখি, সাংস্কৃতিক সম্পাদক গোপা পাল মুক্তা, মহিলা সম্পাদক আয়েশা আক্তার লিপি ও আপ্যায়ন সম্পাদক অনিতা মোদক। নির্বাহী সদস্যরা হলেন, দর্পণ কবীর, সায়েদুর রহমান বাবু, তাপস কুমার সাহা, মিন্টু কুমার রায় ও সফিউল রাজ্জাক রনি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান বলেন, নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি গঠিত হয়েছিল ১৯৮৯ সালে। আমরা এই সমিতিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু বিভিন্ন সময়ে একটি গোষ্ঠী অপতৎপরতা চালিয়ে আমাদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সংগঠনের সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ বলেন, কাজ করার স্বচ্ছতা থাকলে কোন বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমরা সবসময় যেন একে অন্যের পাশে থেকে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।  সভাপতির ভাষণে মোহাম্মদ মজিবর বলেন, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা পেলে আমরা প্রবাসে আঞ্চলিক সংগঠন হিসেবে এমন কাজ করার ইচ্ছা রাখি, যা করতে পারলে আমাদের সংগঠনটি মডেল সংগঠনে পরিণত হবে। তিনি প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের মধ্যে সৌহাদ্র-সম্প্রীতি বজায় রাখার আহŸান জানান।  সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মোহসীন অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান। তিনি সকলকে মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com