Logo
HEL [tta_listen_btn]

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। সোমবার (৯ মে) বাদ আসর হাজীগঞ্জ মাদ্রাসা মসজিদে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, এড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, কার্যকরি সদস্য গোলাম শরীফ, যুবলীগের এনসিসি ১১নং ওয়ার্ড সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক কাইয়ূম পারভেজ, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর খালেক ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রিয়েল, আমির, আনিস প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু বলেন, পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া তত্ত¡ীয় পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ সময়। তার লেখা বই এবং অভিসন্দর্ভ পড়ানো হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়ন ও গবেষণায় নিবিষ্ট এই পরমাণু বিজ্ঞানী বিশ্বসভায় বাংলাদেশকে করেছেন সম্মানিত। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। সৎ, নির্লোভ ও নিখাঁদ দেশ্রপ্রমিক এই পরমাণু বিজ্ঞানী ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাÐের পর দীর্ঘ ৭ বছর নির্বাসিত জীবন কাটান। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ শিরোনামের গ্রন্থটি ১৯৯৩ সালের জানুয়ারিতে এবং বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র শিরোনামের গ্রন্থ প্রকাশিত হয়। ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রæয়ারী রংপুরের পীরগঞ্জে লালদিঘীর ফতেহপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com