Logo
HEL [tta_listen_btn]

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আইভী মুক্তিযোদ্ধাদের পানির বিল মওকুফ

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আইভী মুক্তিযোদ্ধাদের পানির বিল মওকুফ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ মহানগরীতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পানির বিল নেওয়া হবে না। বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে নগর ভবনের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাক বিতরণকালে তিনি ওই ঘোষণা দেন। সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কাজ করেছেন জানিয়ে আইভী বলেন, ইতোমধ্যে আমরা মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করেছি। কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছি। এবার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পানির বিলও নেওয়া হবে না। তিনি বলেন, আমার বাবা আলী আহমদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান। তিনি এই শহরের জন্য অনেক কিছু করেছেন। তার সন্তান হিসেবে আমিও নগরবাসীর জন্য অনেক কিছুই করেছি। কিন্তু নিজের ঢোল নিজে পেটাতে চাই না। মুক্তিযোদ্ধা সংসদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমি আপনাদের জন্য কাজ করেছি। আরো করতে চাই। তবে, আপনাদের সত্যের সাথে থাকতে হবে। সত্য কথা যদি আপনারা না তুলে ধরেন ভবিষৎ প্রজন্ম কী শিখবে। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কাউকে ভয় পেলে হবে না। কিসের এত ভয়? মৃত্যুর মালিক আল্লাহ। আপনি ভয় কাকে পাচ্ছেন? আমরা কী আসলেই ভয় পাই নাকি টাকার কাছে নত! আমার মনে হয় না আমরা ভয় পাই। কোথায় যেনো আমরা নিজেকে আত্মসর্মপন করে রেখেছি। এর থেকে বেরিয়ে এসে সত্য বলতে হবে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাজাহান ভ‚ইয়া জুলহাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাজিব, এনসিসি কাউন্সিলর মনিরুজ্জামান মনির, হেরিটেজ স্কুলের ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন কাজল, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়কারী নিলা আহমেদ নিশি, শিরিন সুলতানা, সদস্য নিখিল হোসেন আমন, আহমেদ অনন্ত শাহ্, তন্ময় রওনক, আহমেদ নেহাল শাহ্, হেরিটেজ স্কুলের শিক্ষিকা সানজিদা ইয়াসমিন, শায়লা বর্ণা, সন্তান কমান্ডের সদস্য ডা. ওয়াজেদুর রহমান, জহিরুল ইসলাম, সাঈফ রেজা সুমন, লেখক সাব্বির খান, আলোকচিত্র শিল্পী শওকত মিথুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com