Logo
HEL [tta_listen_btn]

চাঁদাবাজিকালে জহির র‌্যাবের হাতে গ্রেফতার

চাঁদাবাজিকালে জহির র‌্যাবের হাতে গ্রেফতার

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় পরিবহন সেক্টরের এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত চাঁদাবাজের নাম জহির হোসেন (৪২)। বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টায় গোপালদী পৌরসভার কলাগাছিয়ার মোল্লারচর বাজারে আড়াইহাজার-নরসিংদী সড়কে সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদাবাজিকালে তাকে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাব। এদিকে চাঁদাবাজ জহিরকে গ্রেফতার করায় উপজেলার পরিবহন সেক্টরের লোকজন স্বস্তি প্রকাশ করেছেন। র‌্যাব-১১ এর সিপিএসপি, নরসিংদীর এসআই মো. মনিরুল ইসলাম জানান, চাঁদাবাজ জহির হোসেন দীর্ঘদিন ধরে মোল্লারচর বাজার এলাকায় সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে না চাইলে জহির সিএনজি ও অটো চালকদের মারধর করতো এবং অটোরিকশা ক্ষতিগ্রস্ত করতো। বৃহস্পতিবার রাতেও সে চাঁদাবাজি করছিল। র‌্যাব সদস্যরা কৌশলে তাকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় জহিরের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮১০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত জহির বড় মোল্লারচর এলাকার মৃত রূপ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেজহির স্বীকার করে জানায়, সে দীর্ঘদিন ধরে কলাগাছিয়া মোড় ও মোল্লারচর বাজার এলাকায় সিএনজিসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলতো। চাঁদা আদায়ের কৌশল হিসেবে জহির সিএনজি ও অটোচালকদের মারধর করতো এবং ভয়ভীতি দেখাতো। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com