Logo
HEL [tta_listen_btn]

সাংবাদিক রাশিদের উপর হামলার ঘটনায় মামলা

সাংবাদিক রাশিদের উপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা
দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রোববার (১৫ মে) রাতেঅগ্রবানী পত্রিকার সম্পাদক ও আহতের বাবা হারুনুর রশীদ চৌধুরী স্বপন বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো, জেলার সদর থানার নন্দিপাড়ার দুলাল মিয়ার পুত্র শান্ত(২২), ফতুল্লা থানার মাসদাইরের কাশেম মিয়ার পুত্র বুইট্টা মাসুদ(২৮), সদর থানার নন্দিপাড়ার সুজন (২৪) সহ অজ্ঞতানামা আরো ১০/১২ জন। মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার(১২ মে) কিশোর গ্যাং নিয়ে তার পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাছাড়া পূর্বেও বোয়ালিখালের কিশোর গ্যাং,ছিনতাই,মাদক ব্যবসায়ীদের নিয়ে দৈনিক অগ্রবানী পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত ছিলো একটি মহল। এরই জের ধরে শুক্রবার(১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বাদির পুত্র রাশিদ চৌধুরী দেওভোগস্থ বাদির মায়ের বাসা থেকে বর্তমান বাসায় শহরের চাষাড়াস্থ মার্ক টাওয়ারে আসার সময় দেওভোগ ভুঁইয়ারবাগস্থ বোয়ালিখালে পৌছামাত্র অভিযুক্ত আসামীরা দেশীয় তৈরী ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।এসময় হামলাকারীরা রাশিদ চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে কোপায়। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে ডাক-চিৎকার করলে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। হামালকারীরা রাশিদ চৌধুরীর পকেটে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা সকলেই পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com