নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ জুন) সকালে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, গর্ভন্যান্স ইনোভেশন ইউনিটির পরিচালক শামীমা নাসরিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সঞ্চালনায় ছিলেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্তি অদিতি ইসলাম। আয়োজনে করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রæপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ। এটা আমাদের একটি বড় প্রজেক্ট। এটা দারিদ্র দূর করার বড় একটি হাতিয়ার। সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি জানান। কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. রহিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আবুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।