Logo
HEL [tta_listen_btn]

হোমনায় পূর্ব শত্রæতার জের পিতার খুনিরাই কুপিয়েছে পুত্রকে

হোমনায় পূর্ব শত্রæতার জের পিতার খুনিরাই কুপিয়েছে পুত্রকে

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় পূর্ব শত্রæতার জেরে মো. পলাশ মুন্সি (২২) নামে এক যুবককে দিনদুপুরে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
বুধবার (৮ জুন) দুপুরে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছিনাইয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পিতাকে খুন করার ১০ বছর পর ছেলেকেও খুনের উদ্দেশ্যে দিনদুপুরে কুপিয়ে জখম করার অভিযোগ করেছেন তার শিক্ষক মা। এসময় মায়ের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠে। উপস্থিত অন্যদের মাঝেও উৎকণ্ঠা দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাশ মুন্সি মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে। সে ভাই-বোনের মধ্যে সবার ছোট।
হাসপাতালের জরুরি বিভাগের দরজার সামনের ডেলনিতে বসে বুক চাপরে কান্নাজড়িত কণ্ঠে মা সালমা আক্তার জানান, তার পিতাকে যারা খুন করেছিল তাদেরই একজন ইউনুস তার সঙ্গী নূরুল ইসলাম ও আবুলসহ ৭/৮ জন মিলে ছেলেকেও খুনের উদ্দেশ্যে দুই পা ও মাথায় এলোপাথাড়ি কুপিয়েছে, পায়ে গুলিও করেছে। তিনি উপজেলার ওপারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানান। শিক্ষক মা বলেন, স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে বুকে নিয়েই বেঁচেছিলাম। এখন কাকে নিয়ে থাকব। আমার ছেলে দুপুর ১২টার দিকে ছিনাইয়া এলাকায় মোটর সাইকেলের কাজ করানোর জন্য গিয়েছিল। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তার পিতার খুনিরা অতর্কিত আক্রমণ করে। স্থানীয় লোকজন মুমূর্ষু আবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. শাহ আলী বলেন, আক্রমণকারীদের ২ জন তার পিতা মতিন মুন্সি খুনের যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। বর্তমানে তারা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। তারা এই ঘটনা ঘটানোর আগেও একই স্থানে বাইরে থেকে লোক এনে মানুষের ওপর হামলা করেছে। এই ইউপি সদস্য আশঙ্কা প্রকাশ করে জানান, পলাশকে আক্রমণের ঘটনায় যারা সাক্ষ্য দেবে তারাও এক দিন না একদিন আজকের হামলাকারীদের আক্রমণের শিকার হবে। কর্তব্যরত চিকিৎসক সাদী মাসুদ আল তুরাব বলেন, পলাশের দুই পা ভেঙে গেছে। ভেতরে-বাইরে রক্তক্ষরণ হচ্ছিল। মাথায়ও ইনজুরি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেব।
উল্লেখ্য, পলাশ মুন্সির পিতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মতিন মুন্সিও ২০১২ সালে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় ৯ জনকে আসামী করে হোমনা থানায় মামলা হয়। ওই মামলায় তাদের যাবজ্জীবন সাজা হয়। প্রত্যেকেই দুই-আড়াই বছর সাজা খেটে বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com