নিজস্ব সংবাদদাতা
টানা কয়েকদিনের অসহ্য গরমের পর শিল্প নগরী নারায়ণগঞ্জে বৃষ্টি নেমেছে। এতে ভ্যাপসা গরম কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শহরবাসী। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস। সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১১টা নাগাদ নামে বৃষ্টি। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনদের কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। অনেকেই দোকানের সামনে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। তবে, সবচেয়ে বেশি দুর্ভোগে পরে নারী ও শিক্ষার্থীরা। স্কুল কলেজ ছুটি হওয়ায় অনেক শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।