আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় চলাচল করছে পরিবেশ বান্ধব প্রায় ৪০/৫০ হাজারের মতো ব্যাটারিচালিত অটোরিকশা। স্থানীয় অনেক পাওয়ারলুম বন্ধ থাকায় অনেক শ্রমিকই কোন উপায় না পেয়ে অটো চালিয়ে তাদের সংসার পরিচালনা করছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এর মধ্যে দেখা দিয়েছে অটো চুরির হিড়িক। অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশাটি চুরির ঘটনা ঘটছে। ২ দিনের ব্যবধানে ৭টি অটো চুরির ঘটনা ঘটেছে। এতে উপজেলা জুড়ে অটোচালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে মোটরবাইক চুরির ঘটনা। পুলিশ চুরির ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে না। সর্বশেষ উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনের রাস্তার পাশে পার্কিং করে রাখা দিনে দুপুরে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বাইকের মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার আপন ভাগিনা সেলিম মিয়ার। ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেন, অটো কিংবা বাইক প্রতি নিয়তই চুরির ঘটনা ঘটছে। কিন্তু থানায় অভিযোগ করা হলে কোন লাভ হচ্ছে না। ২ দিনের ব্যবধানে ৭টি অটো চুরির ঘটনা ঘটেছে। পুলিশ কিছুই করতে পারছে না। আড়াইহাজার নৈকাহন এলাকার অটো চালক রশিদ মিয়া বলেন, আমরা অটো চালিয়ে পরিবার নিয়ে কোন রকম সংসার চালাচ্ছি। এর মধ্যে অটো চুরির ঘটনা ঘটে। পুলিশ অটো উদ্ধার করতে পারে না। অনেক সময় চালককে হত্যা করা হয়ে থাকে। এখন অনেকে ভয়ে অটো নিয়ে বাইরে যায় না। সর্বশেষ বুধবার দিবাগত রাতে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে ৩টি অটো চুরির ঘটনা ঘটেছে। এর মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে। এর আগে ৭ জুন দিবাগত রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকা থেকে এক রাতে ৪টি অটো চুরির ঘটনা ঘটেছিল। ২ দিনের ব্যবধানে ৭টি অটো চুরির ঘটনা ঘটলো। কল্যান্দী এলাকার গ্যারেজ মালিক নজরুল মোল্লা জানান, তিনি তার গ্যারেজে বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটো চার্জ দেন। প্রতিদিনের ন্যায় তিনি রাতে গ্যারেজে অটোগুলো চার্জ দিয়ে তালাবদ্ধ করে চলে যান। রাত সাড়ে ৩টার দিকে গ্যারেজে এসে দেখতে পান যে, গ্যারেজের তালা ভাঙ্গা। কে বা কারা ৩টি অটো চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই আলমগীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।