ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ-ঢাকাগামী বাস উৎসব পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের টোলপ্লাজা কাউন্টারে ঢুকে পড়েছে। শনিবার (১১ জুন) রাজধানীর কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ১নং কাউন্টারে গিয়ে জোরে আঘাত হানে। টোলপ্লাজার ওই কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এসময় যাত্রী ও চালক লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। এদিকে, খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ গিয়ে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।