ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ঢাকা জেলার শ্যামপুর থানার ভাঙ্গাপুল মসজিদের মৃত নাসিরের পুত্র মো. রিদু (২১), ফতুল্লা রেলস্টেশন মসজিদ এলাকার নজরুল ইসলামের পুত্র সফিকুল (১৯) ও একই থানার আলীগঞ্জ এলাকার হাফেজ মোক্তারের ভাড়াটিয়া নুর ইসলামের পুত্র আলামিন (২৩)। রোববার (১২ জুন) দিবাগত রাত তিনটার দিকে তাদেরকে জামতলা রূপায়ন টাওয়ারের বিপরীতের গলি থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ একটি ছুরি, একটি কিরিচ ও একটি চাপাতিসহ ডাকাতি-ছিনতাই কাজের জন্য ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করে। পুলিশ জানায়, জামতলা রূপায়ন টাওয়ার সংলগ্ন বিপরীত ছোট গলিতে ধারালো অস্ত্রসহ গ্রেফতারকৃতরা ডাকাতি জন্য অপেক্ষা করছিলো। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি কিরিচ ও একটি চাপাতি ও একটি অটোরিকশা উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।