হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় ১১৫ পিছ ইয়াবাসহ মো. আবুল কাশেম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার (১৭ জুন) বিকেলে পৌরসভার হোমনা-কাশিপুর রোডের জমির উদ্দিন জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে শনিবার (১৮ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। সে পৌরসভার চরের গাঁও গ্রামের জহিরুল ইসলামের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোমনাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার হোমনা সার্কেল মহোদয়ের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১১৫ পিছ ইয়াবাসহ মো. কাশেমকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।