নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম নাসিম ওসমানরে কবর জিয়ারত ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১৯ জুন) সকালে প্রথমে ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার এর সাথে সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুপুরে মাসদাইর কবরস্থানে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর কবর জিয়ারত শেষে শহরের আমলাপাড়া এলাকায় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে তার বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিশেষে রাতে তারা ফতুল্লায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান এর কার্যালয়ে এসে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাতীয় পার্টি নেতা আজিজুর রহমান বাদল, জেলা যুবসংহতির আহবায়ক রিপন ভাওয়াল, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফয়সাল আহম্মেদসহ অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।