Logo
HEL [tta_listen_btn]

আত্মহত্যা প্ররোচণা মামলাররায় আসামী নাহিদা পলাতক ৫ বছরের সশ্রম কারাদন্ড

আত্মহত্যা প্ররোচণা মামলাররায় আসামী নাহিদা পলাতক ৫ বছরের সশ্রম কারাদন্ড

ফতুল্লাসংবাদদাতা
ফতুল্লার একটি আত্মহত্যা প্ররোচণার মামলায় নাহিদা নামের এক তরুণীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও একই মামলায় ১০ হাজারটাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালত আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।দন্ডপ্রাপ্ত নাহিদা (১৯) ফতুল্লা থানার কোতালের বাগ এলাকার নজরুল ইসলামের মেয়ে।রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজজামান। তিনি বলেন, পুলিশ মামলার তদন্ত শেষে নাহিদাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে দোষীসা বস্ত্য করে ৫ বছরের সশ্রম কারা দন্ড ও ১০ হাজারটাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন। আসামী নাহিদা পলাত করয়ে ছেন। আদালত সূত্র জানায়, মামলার বাদির ভাই উজ্জলের সাথে দন্ড প্রাপ্ত আসামী নাহিদা বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে তাকে বিবাহকরে। বিয়েরকিছুদিন পর থেকে নাহিদা সহ তার পরিবারের লাকি, নজরুল, রফিক, রনি ও মকবুলসহআরও ২-৩জনবাদিরভাই উজ্জলকে প্রায়ইবিভিন্নভাবেহয়রানীকরতোএবংশারীরিক ও মানসিক ভাবেনির্যাতনকরতো। এতে অতিষ্ঠহয়ে বাদির ভাইবাসায় এসেকান্না কাটি করতো। এরকিছুদিন পর বাদির ভাইয়ের সাথে আসামী নাহিদার ঝগড়া হলেলাকি, নজরুল, রফিক, রনি ও মকবুলনাহিদাকেবাসায়নিয়েআসে। পরেবাদিরভাইহতাশায়ভুগতে থাকে।
২০১৫ সালের ১৪ জুলাইসকাল ৭টায় নাহিদাবাসায়এসেবাদিরভাই উজ্জলকে বাসায়নিয়েযায়। এর এক ঘন্টা পর নাহিদ ফোনকরেবলে উজ্জল ফাঁসিদিয়েআত্মহত্যাকরেছে। সংবাদ পেয়েঘটনাস্থলে পুলিশ এসে গলায় ফাঁসলাগানো ঝুলন্তলাশউদ্ধারকরে। এ ঘটনায়নিহতেরভাই ও বোনবাদি হয়েফতুল্লামডেল থানায়একটিআত্মহত্যারপ্ররোচণামামলা দায়েরকরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com