Logo
HEL [tta_listen_btn]

প্রতিষ্ঠাবার্ষিকীতে না’গঞ্জ আ’লীগের নানা আয়োজন

প্রতিষ্ঠাবার্ষিকীতে না’গঞ্জ আ’লীগের নানা আয়োজন

দেশের আলো রিপোর্ট
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টার দিকে নগরীর ২ নং রেলগেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র। পুষ্পস্তবক অর্পণের সময় মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান খান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, শ্যামল পালসহ এনসিসির কর্মকর্তা, কর্মচারী। পরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খবিরউদ্দিন আহমেদ, আব্দুল কাদির, এড. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা ছগির আহমেদ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, হিমেল খান প্রমুখ। ঈদ ও পহেলা বৈশাখের মতো সারাদেশের মানুষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু। তিনি বলেছেন, আজকে সারাদেশের মানুষ বৈশাখের উৎসব, ঈদের উৎসবের মতো বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন পালন করছে। কারণ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আওয়ামী লীগের এই সুদীর্ঘ সংগ্রামী পথচলায় সকলকে অভিভনন্দন জানাই। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে লড়াই সংগ্রাম করেছে। ৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার গঠন করা হয়। ৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছিল বাংলাদেশের উন্নয়নের সময়। ২০০১ সালে আবার জামাত-শিবির চক্র কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করে। এর মধ্য দিয়ে বাংলাদেশে দুর্নীতি, অপসংস্কৃতি, জঙ্গিবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলতে থাকে। জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করা হয়। সেদিন প্রাণের নেত্রী বেঁচে গেলেও আইভী রহমানসহ অনেকেই প্রাণ হারিয়েছিলেন। আনিসুর রহমান দিপু বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সারা পৃথিবীর মানুষ অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে ছাড়খার, তবুও বাংলাদেশ মাথা নোয়াবার নয়। অনেক ষড়যন্ত্র, অপশক্তির অপকৌশলের পরও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তাই বলছি, বাংলাদেশে যা কিছু ভালো, যা কিছু শুভকর, সুন্দর ও উন্নয়নমুখী তার সবকিছুই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিশ্ব বলছে, উন্নয়ন করতে চাইলে বাংলাদেশের দিকে তাকাও। সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই শিখরে পৌঁছেছে।
মহানগর আওয়ামী লীগ
আজকে সিলেটে বন্যা, সেখানে আমাদের দলের টিম গিয়েছে, নেত্রী গিয়েছে। সকলে গিয়ে বন্যার্তদের রক্ষায় কাজ করছে। কিন্তু বিএনপিতো এক ছটাক চাল দেয়নি, দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিপি আর সরকারি কর্মকর্তারা। আজকে বিএনপির বন্ধুরা অনুপস্থিত, তারা ক্ষমতার জন্য লেলা তো হয়ে গেছে, কিভাবে আওয়ামী লীগকে ডেমেজ করা যায়, সেটাই করে চলেছে। আজকে যে উন্নয়ন দেখছেন, সবই হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে। আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় এ কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। তিনি বলেন, আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কী। আজকে ইতিহাস বলতে হয়, নারায়ণগঞ্জে কিছু কিছু লোক একটি পরিবারের প্রতি এলাজি হয়ে, ইতিহাসকে ভিন্ন খাতে প্রকাশ করার চেষ্টা করেন। অনেকে বলেন, পাইকপাড়া আওয়ামী লীগের প্রথম সভা হয়েছিল। এটা সঠিক না। ঘরোয়া সভা হয়েছিল, পাইকপাড়াতে। এর আগে জনাব খানসাহেব ওসমান আলীর বাড়ি বাইতুল আমানে অনেক গুলো সভা হয়েছে। চুড়ান্ত সভাটি হওয়ার কথা ছিল, তাঁর বাসাতেই। কিন্তু তত্বকালীন পাকিস্তানের হানাদার বাহিনী, সেখানে আক্রমণ করার কারণে সভাটি হয়নি। পরে সেই সভাটি হয়েছিল পাইকপাড়া মিচুয়াল ক্লাবে হয়েছিল। আর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল, ঢাকার রোজগার্ডেনে। এসেই বিশাল মিউজিয়াম করার জন্য রোজগার্ডেই এখন সরকার ক্রয় করেছেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহম্মেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
খোকন সাহা আরও বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটাই ছিল বাঙ্গালী জাতির স্বাধীনতা ঘোষণা, পরবর্তীতে টেলিগ্রামের মাধ্যমে চট্টগ্রামে হান্নান সাহেবের কাছে বার্তা পাঠিয়েছিল। বঙ্গবন্ধুর হয়ে তিনি ঘোষণা পত্র পাঠ করলেন, এরপর আরও একজন করলেন। এরপর সেই ঘোষণাপত্র পাঠের জন্য জিয়াউর রহমানকে জোড় করে আনা হয়। তাহলে কি তিনি স্বাধীনতার ঘোষণা হলো, নাকি বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করলেন। এটাই হচ্ছে ইতিহাস। এ দেশের উন্নয়ন রুখে দিতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হলো। এরপর জিয়াউর রহমানের দুষ্ককরা খুনি রাজাকার আর আলবদরদের গাড়িতে মহান মুক্তিযোদ্ধের পতাকা তুলে দিলেন। নানা চড়াই-উৎরাই পেরি দিয়ে ১৯৯৬ সালে নেত্রী ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে সারাদেশে উন্নয়নের দ্বার উন্মোচিত হলো। কিছুদিনের মধ্যেই চক্রান্তকারিরা, সুশিল-কুশিলরা আমাদের ক্ষমতাচুত্য করলেন। ২০০১ সালের পরে বিএনপির পেটুয়া বাহিনীর হাত থেকে আমার নারী কর্মীরাও রক্ষা পায়নি। তারাও লাঞ্চিত হয়েছে। ২০১৮ সালে আবারও আমরা ক্ষমতায় আসি। এরপর এখন পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। অনেকে বলে পদ্মা সেতুর কারণে ১৯টি জেলা উপকৃত হবে। কিন্তু আমি বলি সারাদেশ উপকৃত হবে। এই পদ্মা সেতু নিয়ে কত ষড়যন্ত্র হলো। ইউনুসরা প্রকাশ্যে বলে বেড়ালেন, পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে। বিশ্ব ব্যাংক টাকা দিতে গড়িমশি করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ করতে লাগলেন এবং শেষ পর্যন্ত সফল হলেন। আগামী ২৫ জুন সেই পদ্মা সেতু উন্মোচিত হবে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম পারভেজ, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদু, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মাহবুবুর রহমান চঞ্চল, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজউদ্দিন আহম্মেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বন্দর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাফিয়ান আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, আসাদুজ্জামান খোকন, সেলিম আহম্মেদ হেনা ও আব্দুর রহিম প্রমুখ।
রূপগঞ্জ
আওয়ামী লীগ বাঙ্গালী জাতির অস্তিত্বের ঠিকানা খুঁজে দিয়েছে। স্বাধীন জাতির বাংলাদেশ খুঁজে দিয়ে বাঙালীর অধিকার দিয়েছে। আওয়ামী লীগ সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর নেতৃত্ব না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা না আসলে আজকে সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা উন্নয়ন, সমৃদ্ধি ও স্বাধিনতার সমার্থক শব্দ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী কলেজের বীরপ্রতীক গাজী অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এসব কথা বলেন। এর আগে, বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী বের হয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে আনন্দ র‌্যালীটি উপজেলার মুড়াপাড়া বাজার এলাকার রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। মন্ত্রী বলেন, পদ্মা সেতু দেশবাসীর জন্য যাদু কাঠির মত আর্শিবাদ হয়ে কাজ করবে। পদ্মা সেতু অনেক বড় একটি প্রকল্প। বাংলাদেশের মত একটি দেশ এত বড় প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে এ জন্য সরকার প্রশংসা পাওয়ার যোগ্য। পদ্মা বহুমুখী দ্বিতল সেতু বাস্তবায়ন করে বাংলাদেশ তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। পদ্মা সেতু হচ্ছে উন্নয়ন-অগ্রযাত্রার মূর্ত প্রতীক। পদ্মা সেতুর প্রভাবে দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বেকারত্ব হ্রাস পাবে। তিনি বলেন, আওয়ামী লীগের বড় অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দেশের নতুন মানচিত্র ও সার্বভৌমত্ব অর্জন করা। জন্মগ্রহণের মূল চেতনা ও লক্ষ্য বাস্তবায়নে আজ শেখ হাসিনা নেতৃত্বে দিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গঠনের পাশাপাশি আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত প্রবীণদের রাজনৈতিক কর্মকাÐ অনুসরণ করেই তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে, দেশের দায়িত্ব নিতে হবে এবং এই দলের নীতি-আদর্শ মেনে আদর্শিক রাজনীতির দীক্ষা নিয়েই আগামীর পথ চলবে তরুণ প্রজন্ম। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা আনছার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল ও এমায়েত হোসেনসহ নেতৃবৃন্দ।
অপরদিকে, বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় তারাবো পৌরসভা আওয়ামীলীগের কার্যালয়ে তারাবো পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বাংলা দেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় কেক কেকে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা মহিলালীগের শ্রদ্ধা
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগমের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় প্রফেসর ড. শিরিন বেগম বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৫৫ সালে অসা¤প্রদায়িকতা রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্যএর নাম আওয়ামী লীগ করা হয়। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। নারায়ণগঞ্জেই এ আওয়ামী লীগের জন্ম হয়েছে। শহরের চাষাঢ়ায় শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন বায়তুল আমান নামের বাড়িতে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাষানী বিভিন্ন সময়ে এসে থেকেছেন। এ বায়তুল আমানেই হয়েছে আওয়ামী লীগের প্রথম বৈঠক। এছাড়াও প্রফেসর শিরিন বেগম আরো বলেন, আর মাত্র ১ দিন পর আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। এই পদ্মা সেতু আমাদের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। আপনারা সকলে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই অসুস্থ। আপনাদের সকলের নিকট তার জন্যও দোয়া প্রার্থনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলার সদস্য শাহানা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শারমিন আক্তার, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বেগম, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহুরা বেগম, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি হালিমা বেগম, সাধারণ সম্পাদক পিয়ারা বেগম ও মহানগর যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক মনিরা সুলতানা মনিসহ অন্য নেতৃবৃন্দ।
বন্দর
বন্দরে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১২টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদের আয়জনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, আজকের দিনটা বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন আজ। ওই সময় যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগকে প্রতিষ্ঠা করে ছিলেন তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন সাধারণ মানুষের দাবিগুলো আন্দলন সংগ্রামের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে। এম.এর রশীদ আরো বলেন, আওয়ামীলীগের কাছে জনগনের প্রত্যাশা অনেক। আমি অনুরোধ করব আপনারা আওয়ামীলীগের ঐতিহ্য ধরে রাখবেন। ১৯৪৭ ইং সালে আওয়ামীলীগ প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যবধী পর্যন্ত আওয়ামীলীগ দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছে। আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা দেশ জনগনের জন্য কাজ করব। এইটা হবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমাদের অঙ্গিকার। নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা খান মাসুদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, বন্দর থানা আওয়ামীলীগ নেতা সহিদুল হাসান মৃধা, নারায়ণগঞ্জ মহানগর সেচ্চাসেবক লীগের সাবেক সাধারন সস্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, এনসিসি ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু, মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহুবুবুর রহমান কমল, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর থানা যুবলীগ নেতা মাছুম আহাম্মেদ, ডালিম হায়দার, আমিন আবাসি এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ মমিন, আরিফুল ইসলাম হিরা, হোসেন প্রধান, রাজু আহাম্মেদ, আকিব হোসেন রাজু, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাকে সভাপতি ফয়সাল কবির ও যুবলীগ নেতা মাইকেল বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এম. এর রশীদসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
এ ছাড়াও দুপুরে বন্দরে ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগ কার্যালয়ে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসাসায়ী আলহাজ¦ তুষার মাঈনউদ্দিনের আয়োজনে আওয়ামী লীগরে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ। ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আওয়াামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকীটি উদ্যাপন করা হয়। সিদ্ধিরগঞ্জ পুল থেকে র‌্যালীটি শুরু করে শিমরাইল-আদমজী সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় প্রদক্ষিণ করে আবারো সিদ্ধিরগঞ্জ পুলে এসে শেষ হয়।
এসময় সমাপনী বক্তব্যে থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং বন্যার্ত সিলেট বাসীদের জন্য সবার দোয়া প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, শ্রমিকলীগের আহŸায়ক আব্দুস সামাদ বেপারী, যুগ্ম-আহŸায়ক ইলিয়াস মোল্লা, সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, সদস্য বিপ্লব, হাজী সিরাজসহ প্রমুখ।
সোনারগাঁ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম-আহŸায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, আহŸায়ক কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, বারদি ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, এড. ফাজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার ও ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের পরিবারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরিশেষে ৫০০ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com