আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে জুয়া খেলা ও নেশা সেবন করায় বাধা দেয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে এলাকার জুয়াড়ি ও নেশাখোরেরা। এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে। আহত অবস্থায় তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের নুরুল আমিন একটি পুকুর ভাড়া নিয়ে ৬বছর যাবৎ মাছের চাষ করছেন। ওই পুকুর পাড়ে এলাকার জুয়াড়ি ও নেশাখোর রানা, রুবেল, রাসেল, ছানাউল্লাহ, ছগির মিলে জুয়া ওমাদকের আড্ডা জমায়। তাদেরকে নিষেধ করলে তারা নুরুল আমিন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার সময় উল্লেখিত জুয়াড়িরা পুকুর পাড়ে জুয়া ও মাদকের আড্ডা বসায়। তাদেরকে নুরুল আমিনের ছেলে মো. রাসেল (২৮) বাধা দিলে তারা প্রথমে রাসেলকে মেরে আহত করে। তাকে বাঁচাতে তার বাবা ও মা এগিয়ে আসলে জুয়াড়িরা নুরুল আমিন (৫৫) ও তার স্ত্রী নাছিমা বেগমকে (৪৫) কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। এ ব্যাপারে আহত নাছিমা বেগম বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।